Header Ads

এবার মুভি জগতে নাম লেখালেন রোনালদো

 

ফুটবল মাঠে প্রায় দুই দশক ধরে তার বিচরণ। মাঠের ফুটবলের মতো মাঠের বাইরেও বেশ সরব পর্তুগাল অধিনায়ক। ব্যবসায়ী হিসেবেও বেশ সুনাম কামিয়েছেন তিনি। তবে এবার নাম লিখিয়েছেন ভিন্ন জগতে। ঘোষণা দিয়েছেন ফ্লিম স্টুডিও খোলার। 


বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রোনালদো নিশ্চিত করেছেন তার ফ্লিম স্টুডিও নিয়ে আসার খবর। যেটার নাম দেয়া হয়েছে উর-মারভ। যা নিয়ে বেশ আশাবাদী আল নাসর তারকা, 

“এটা আমার জন্য বেশ দারুণ এক অধ্যায়। ব্যবসায়িক এই নতুন পথচলা আমি উপভোগ করতে চাই।”

অবশ্য নতুন স্টুডিও রোনালদোর একারই না, ভাগ আছে ব্রিটিশ চলচিত্র প্রযোজক ম্যাথিউ ভনেরও। দু’জনই সমান পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন বলেই জানাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ। 


এর আগে দু’জন মিলে দুটি অ্যাকশন ছবির অর্থায়ন এবং প্রযোজনা করেছিলেন। ব্লুমবার্গ বলছে এই জুটি একই সিরিজের তৃতীয়টি শুরু করতে চলেছেন খুব শীঘ্রই।


গত এক দশকে রোনালদো বিভিন্ন ধরনের ব্যবসায় নাম লিখিয়েছেন। যেখানে আছে হোটেল ব্যবসা, কয়েক দিন আগে পর্তুগাল একটা মিডিয়ার শেয়ারও কিনেছেন। সেই সাথে সম্প্রতি তিনি লিসবনে একটি টেনিস এবং প্যাডেল ক্লাবের মালিকানায়ও নাম লিখিয়েছেন। এছাড়া অবসরের পর তিনি ক্লাবের মালিক হতে চান বলেও জানিয়েছেন কিছু দিন আগেই। 


লম্বা ফুটবল ক্যারিয়ারে রোনালদো জিতেছেন প্রায় সব কিছুই। গড়েছেন কত-শত রেকর্ড। বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল নাসরের জার্সিতে। চলতি মৌসুমে এরই মাঝে করে ফেলেছেন ৩৪ ম্যাচে ৩০ গোল। 

No comments

Powered by Blogger.