ঝুঁকিতে আনচেলত্তি, আর্সেনালের কাছে হারলেই যাবে চাকরি
আর্সেনালের কাছে ৩-০ গোলের হার যেন নাড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রথম লেগ শেষেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আছে বাদ পড়ার শঙ্কায়। তাতে টানাটানি লেগে গেছে দলটির কোচ কার্লো আনচেলত্তির চাকরি নিয়েই। স্প্যানিশ গণমাধ্যমগুলো দিচ্ছে তেমন ইঙ্গিতই।
মার্কা ও রেলেভো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বার্নাব্যু-তে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ আনচেলত্তির জন্য হতে যাচ্ছে কঠিন পরীক্ষা। যেই পরীক্ষায় ফেল করলে ইতালিয়ান এই কোচকে রিয়াল বরখাস্ত করবে বলেই জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো।
অবশ্য শুধু আর্সেনাল ম্যাচই না, গেল কিছু দিন ধরেই রিয়ালের পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। লা লিগায়ও নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে তারা হেরেছে ভ্যালেন্সিয়ার কাছে। তাতে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সাথে দূরত্ব বেড়েছে। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচে হার দেখা রিয়াল এবার এরই মধ্যে ১১ ম্যাচ হেরেছে। যেখানে বার্সেলোনার কাছে দুই ম্যাচে নয় গোল হজম করার দুঃস্মৃতিও আছে। তাতে স্বভাবতই দিনকে দিন আনচেলত্তির উপর চাপের মাত্রাটা বেড়েই চলছে।
যদিও অভিজ্ঞ এই কোচের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তির মেয়াদ আছে রিয়ালের। মৌসুমের শেষ দিকে আনচেলত্তিকে বরখাস্ত করা হলে অন্তর্বর্তীকালীন কাউকে দিয়ে কাজ চালানোর কথাও জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
পরবর্তী কোচ কে হবে রিয়ালের সেটা নিয়েও চলছে গুঞ্জন। ইতালিয়ান জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, জাবি আলোনসোই হতে যাচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ।
Post a Comment