Header Ads

কেন বাতিল হলো আলভারেজের গোল

 


বুলেট গতির শটে হুলিয়ান আলভারেজ বোকা বানিয়েছিলেন থিবো কোর্তোয়াকে। টাইব্রেকারে সমতায় ফেরে দুই দল। ফেদেরিকো ভালভের্দে তিন নম্বর শটটা নিতে প্রবেশ করেন বক্সে। তখনই রেফারি ইশারা করেন ভালভের্দেকে অপেক্ষা করতে। যদিও টিভি সেটে সমর্থকদের মনে তখন ধোঁয়াশা কী চেক করছে ভিএআর। যার জবাব মিলেছে এক মিনিট বাদেই। বাতিল করা হয় আলভারেজের গোল। 


যার কারণ অবশ্য চোখ কপালে তোলার মতই। আর্জেন্টাইন স্ট্রাইকার শটটা নিয়েছে ডান পায়ে, তবে শট নেওয়ার সময় তার বাঁ পায়ের ছোঁয়া লাগে বলে। যা নজরে পড়ে ভিএআরের। নিয়ম অনুযায়ী ‘ডাবল টাচের’ কারণে রেফারি বাতিল করেন আলভারেজের সেই গোল। 


এরপর অবশ্য লুকাস ভাসকেজের মিসে আবারও সমতায় ফেরে আতলেতিকো। তবে মার্কোস লরেন্তে মিস করে রিয়ালকে এনে দেয় সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আন্টোনিও রুডিগার। আরও একবার পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে জয় এনে দেন জার্মান ডিফেন্ডার। গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে রুডিগারের গোলেই জয় পায় কার্লো আনচেলত্তির দল। 


প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হার দেখে আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ম্যাচে ফিরতে তারা সময় নেয় ২৮ সেকেন্ড। কনর গ্যালাগারের গোলে সমতায় ফেরে তারা। এরপর অবশ্য ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল করতে পারেনি গোল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল।

No comments

Powered by Blogger.