অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও চার স্পিনার খেলানো নিয়ে যা বললেন রোহিত
স্কোয়াডে থাকলেও গ্রুপ পর্বের আগের দুই ম্যাচে সুযোগ মেলেনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ৫ উইকেট নিয়ে বাজিমাত করেছেন ভারুণ চক্রবর্তী৷ তাকে সহ চার স্পিনার নিয়ে বেশ ভালোই করে ভারতের বোলিং লাইনআপ। আর এই কারণেই দলটির অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন, সম্ভব হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও চার স্পিনার খেলানো উচিত তাদের।
দুবাইয়ের স্লো উইকেটে শুরু থেকেই কার্যকর ভারতের তিন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল ও কুলদীপ ইয়াদাভ। তাদের সাথে নিউজিল্যান্ড ম্যাচে যোগ দেন ডানহাতি রহস্য স্পিনার ভারুণ। ম্যাচে যেভাবে প্রতিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলেছেন তিনি, তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদ দেওয়াটা কঠিনই হবে ভারতের জন্য।
ম্যাচের আগের দিনের সংবাদ রোহিত আভাস দিলেন, একাদশে থাকতেও পারেন ভারুণ।
"আমাদের আসলেই এটা নিয়ে ভাবতে হবে, এমনকি আমরা চার স্পিনার খেলতে চাইলেও.. আমরা কীভাবে চার স্পিনারকে সাজাতে পারি, তা ভেবে দেখতে হবে। যদি মনে হয় এটা কাজে দেবে না, তাহলে রাখব না। আমাদের বোলিং পরিকল্পনায় যা কাজে লাগবে, আমরা তাই করব৷ এটা বলার কারণ, আমরা এখানকার কন্ডিশন সম্পর্কে খুব সচেতন। আমরা ভালোভাবেই জানি এখানে কী কাজ করে আর কী কাজ করে না।”
সাম্প্রতিক বছরগুলোতে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার বেশ ভালো রেকর্ডই রয়েছে ভারতের বিপক্ষে। গত ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল দলটি। ২০২০ সাল থেকে ওয়ানডেতে দুই দলের জয়ই সমান সমান (৭-৭)। খর্বশক্তির দল হলেও তাই অজিদের নিয়ে ভারতকে সতর্ক থাকতেই হবে।
Post a Comment