Header Ads

ভারতের বিপক্ষে যাদের খেলা পড়ছে, তাদের স্রেফ এক ম্যাচের জন্য যেতে হচ্ছে দুবাই

 


হাইব্রিড মডেলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দিন যত যাচ্ছে, ততই বিতর্ক বাড়ছে। পাকিস্তান স্বাগতিক হলেও ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইতেই। ফলে রোহিত শর্মার দলের বিপক্ষে যাদের খেলা পড়ছে, তাদের স্রেফ এক ম্যাচের জন্য যেতে হচ্ছে দুবাইতে। 



সেমিফাইনালে যে সমস্যায় পড়েছে যেমন অস্ট্রেলিয়া। এমন সূচিকে ক্লান্তিকর মানলেও এভাবে ঘুরে ঘুরে খেলায় বড় সমস্যা দেখছেন অজি তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।



‘এ’ গ্রুপে থাকা ভারত অনেক আগেই জানিয়ে দেয়, পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। ফলে টুর্নামেন্টের সূচি এমনভাবে সাজানো হয়েছে, যেখানে ভারত যদি ফাইনালে যায়, তাহলে সেই ম্যাচটি হবে দুবাইতে। স্বাগতিক হয়েও তাই পাকিস্তানকে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যেতে হয়েছে অন্য দেশে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়ার পালা এখন সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে অল্প সময়ে মানিয়ে নেওয়ার।

No comments

Powered by Blogger.