রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠলো বোদা উপজেলা প্রমিলা ফুটবল একাদশ
১৮ তারিখ রোজ শুক্রবার,মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রমিলা ইভেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বিপুল মোফাজ্জল ভাইয়ের বোদা উপজেলা প্রমিলা ফুটবল একাদশ বনাম সাগর হোসেন ভাইয়ের রাজশাহী প্রমিলা একাদশ।
বিকাল ৪:০০ টায় মোল্লা আজাদ ডিগ্রী কলেজ মাঠে শুরু হয় এই খেলা।
খেলায় উভয় দলেই একাধিক জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় কে দেখা যায়।
খেলার শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন বোদা উপজেলা ফুটবল একাদশ। আক্রমণাত্মক ফুটবল খেলে খেলার ১১ মিনিটের মাথায় দূরপাল্লার শর্ট থেকে প্রথম গোলটি করেন মনিরা।
এরপর ২৫ মিনিটের মাথায় মাঝ মাঠের তারকা খেলোয়াড় মিতু দ্বিতীয় গোলটি করেন।
প্রথমার্ধে আর কোন গোলের দেখা পাইনি কোন দলেই।
দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও আর কোন গোল হয়নি।
খেলার শেষ বাঁশি বাজালে দুই শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোদা উপজেলা ফুটবল একাদশ।
খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন মিতু। এছাড়াও প্রথম গোলদাতা হিসেবে মনিরা একটি মোঠো ফোন পুরস্কার পান।
পুরস্কার গ্রহণের সময় মাঠে উপস্থিত ছিলেন বোদা উপজেলা ফুটবল একাডেমির ম্যানেজার উম্মে হাবিবা ইরা।
কে হচ্ছে ফাইনালে তাদের প্রতিপক্ষ সেইটা জানতে অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত।
Post a Comment