আজ ২১ অক্টোবর রোজ সোমবার, মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হলো।
উক্ত সেমিফাইনালে ফুটবল একাডেমি সৈয়দপুরের মুখোমুখি হয় জয়পুরহাট পাকার মাথা একাদশ।
বৈকাল ৪ ঘটিকায় মোল্লা আজাদ ডিগ্রী কলেজ মাঠে শুরু হয় এই ফাইনালে ওঠার লড়াই।
জয়পুরহাট দলের হয়ে লিংকন,সুইট, প্লাবন,নানি ফরেনার,রাঙ্গা,সানি সিং, সুমনকে দেখা যায়।
অপরদিকে সৈয়দপুর ফুটবল একাডেমির হয়ে মামুন,প্রণয়, ফারুক,অধিনায়ক শরিফুল,ইয়াসিন খোকন ও সালাম কে দেখা যায়।
খেলার ১৮ মিনিটের মাথায় প্রথম গোল করেন মধ্য মাঠের তারকা খেলোয়ার হোসেন। এরপর ২৬ মিনিটের মাথায় নানীর ক্রস থেকে আবারো গোল করেন হোসেন।
হোসেনের করা দুই গলে স্বস্তিতে থেকেই প্রথমার্ধ শেষ করে জয়পুরহাট।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সৈয়দপুর।
সৈয়দপুরের মধ্য মাঠের খেলোয়াড় শরিফুল জয়পুরহাটের জালে বল পাঠালে দারুনভাবে ম্যাচে ফিরে সৈয়দপুর।
এরপর একের পর এক আক্রমণ করে যান সৈয়দপুর। খেলার শেষ মুহূর্তে কাউন্টার এট্যাক থেকে আবারো গোল আদায় করে নেন জয়পুরহাট। জয় সূচক এই গোলটি করেন দলের তারকা খেলোয়াড় রাঙ্গা।এরপর ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জয়পুরহাট পাকার মাথা একাদশ।
ম্যাচে জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হোসেন।
জয়ের ফলে জয়পুরহাট চলে গেল ফাইনালে, ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে থাকা শেরপুর বগুড়া।
0 Comments