Header Ads

নওগাঁকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখলো বগুড়া

 

শেরপুর ফুটবল একাডেমি

১৬ তারিখ বুধবার বিকাল ৪ ঘটিকায় মাঠে গড়ায় মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। 

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় আসাদ খানের ‌বরেন্দ্র ফুটবল একাডেমি সাপাহার ও খাইরুল ইসলামের শেরপুর বগুড়া ফুটবল একাডেমি।

বরেন্দ্র ফুটবল একাডেমির জার্সিতে রিমন,শান্ত,সাব্বির,সাগর,আকাশকে দেখা যায় এছাড়াও শেরপুর বগুড়ার জার্সিতে রাকিব,রিফাত, ইলিয়াস,রাশেদকে মাঠ মাতাতে দেখা যায়।

বৈকাল 4:00 টায় রেফারী আব্দুর রশিদের বাঁশি বাজানোর মধ্য দিয়ে শুরু হয় ফাইনালে ওঠার লড়াই। 
দুই দল ফুটবল নৈপুণ্য দেখিয়ে সমান তালে লড়াই করে প্রথমার্ধ গোল শূন্য ড্রতে বিরতিতে যায়। 

দ্বিতীয়ার্থের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে শেরপুর বগুড়া। একে একে আক্রমণ করে ভেঙে ফেলতে থাকে সাপাহারের শক্ত ডিফেন্স লাইন। 
বিপদজনক হয়ে ওঠা বগুড়ার পক্ষে প্রথম গোল করে দলকে গিয়ে নেন রাশেদ। 
এরপর 60 মিনিটের মাথায় আবারো সাপাহারের জালে ইলিয়াস বল পাঠালে খেলায় এক প্রকারের সাপাহারের পরাজয় নিশ্চিত হয়ে যায়। 
খেলার শেষ মুহূর্তে সাপাহারের দুইটি বল বাড়ছে ফেরত আসলে গোলের দেখাটা অধরাই থেকে যায় সাপাহারের। 

খেলায় অনবদ্য পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা প্লেয়ার হন বগুড়ার ইলিয়াস। 

আজকের খেলার প্রধান রেফারীর দায়িত্বে ছিলেন আব্দুর রশিদ ও তার সহকারী হিসেবে ছিলেন তোজাম্মেল হক ডাবলু ও আব্দুল হামিদ।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার জয়পুরহাটের মুখোমুখি হবে সৈয়দপুর নীলফামারী

No comments

Powered by Blogger.