Header Ads

পিছিয়ে গেল মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জানিয়ে দেওয়া হলো উদ্বোধনের নতুন তারিখ

 

পিছিয়ে গেল মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও জানিয়ে দেওয়া হলো উদ্বোধনের নতুন তারিখ।

আত্রাই উপজেলার মোল্লা আজাদ ডিগ্রী কলেজ মাঠে শুরু হতে যাওয়া মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে পিছিয়ে গেছে। 



আগামীকাল শনিবার ২৮/০৯/২৪ তারিখে উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী বুধবার ০২/১০/২৪ তারিখে নির্ধারণ করা হয়। 



এ ব্যাপারে উক্ত টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রশিদ ও উক্ত টুর্নামেন্টের সাধারণ সম্পাদক শাহিন আমাদেরকে জানান খেলার তারিখ পরিবর্তনের পাশাপাশি উদ্বোধনী দল দুটিও পরিবর্তন হয়েছে।পূর্বে উদ্বোধনী খেলার দল দুটি ছিল রাজশাহী কিশোর একাডেমি বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়ার খেলা হওয়ার কথা থাকলেও বর্তমানে উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, জয়পুরহাট পাকার মাথা বনাম টু স্টার বোদা উপজেলা পঞ্চগড় ফুটবল একাডেমি।

No comments

Powered by Blogger.