সাকিবের শেষ টেস্ট কোথায়, কানপুরে নাকি মিরপুরে

 

Shakib Al Hasan latest news

দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চান সাকিব আল হাসান। এটা তাঁর প্রত্যাশার জায়গা। দীর্ঘ ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারটা থামাতে চান দেশের মাটিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজটা খেলে-


দেখুন, এখন পর্যন্ত আমি তো খেলতে চাইছি। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু আমার ওপরেও না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলেছি আমার পরিকল্পনা সম্পর্কে। এই সিরিজ আর হোম সিরিজটা আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেট স্পেশালি।


শেষটা আসলে তিনি দেখেই ফেলেছেন, বলেও ফেলেছেন। কিন্তু সেই শেষটা কি কানপুরে, নাকি মিরপুরে? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা ছাড়া আর গতি নেই। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ভারত সিরিজ শেষে দেশে ফিরতে পারবেন কিনা নেই সেটারও নিশ্চয়তা! ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও যে তিনি নেই সেটা পরিস্কার করেছেন এই বলে যে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলে ফেলেছেন শেষ ম্যাচ। ওয়ানডে ফরম্যাটে হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগ্রহ আছে তাঁর, সেটিও নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর!




তবে তিনি তাঁর পরিকল্পনা জানিয়েছেন বোর্ডকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের ইচ্ছায় নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন নিজের পরিকল্পনা ও প্রত্যাশা। এখন পরিস্থিতিই বলে দেবে, দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় দেবার তাঁর এই ইচ্ছা পুরণ হওয়ার কিনা।



দেশে ফেরা নিয়ে সাকিব নিজেও আছেন সংশয়ে, তাঁর কথাতেও সেটি স্পষ্ট-


আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়।

রাজনীতিতে জড়িয়ে নিজের জন্য এক সঙ্কট তৈরি করেছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের হয়ে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হন সাকিব। সরকার গঠন করে আওয়ামীলীগ।




সাত মাস না যেতেই সেই সরকারের পতন হয় তীব্র এক আন্দোলনে, ছাত্র-জনতার রক্তে লাল হয় রাজপথ। তখন কানাডায় ফ্রাঞ্চাইজি লিগ খেলছিলেন সাকিব। এরপর থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি, যদিও দেশের হয়ে খেলেছেন পাকিস্তানের মাটিতে, এখন খেলছেন ভারতের মাটিতে। এরকম প্রেক্ষিতে দেশের মাটিতে তাঁর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবার পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে তাই রয়ে গেলো বড় এক সংশয়!

Post a Comment

0 Comments