এনদ্রিকের লাল কার্ড না পাওয়া নিয়ে যত ক্ষোভ আলাভেস কোচের

এনদ্রিকের লাল কার্ড না পাওয়া নিয়ে যত ক্ষোভ

 

এনদ্রিকের উপর বেজায় চটেছেন দেপোর্তিভো আলাভেস কোচ লুইস গার্সিয়া প্লাজা। রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হারার পর রাগ ঝেড়েছেন প্রেস কনফারেন্সে এসে, বলেছেন, ৮৩ মিনিটে আলাভেস ডিফেন্ডার সান্তিয়াগো মৌরিনিওকে যেভাবে ফাউল করেছিলেন এনদ্রিক, তাতে তাঁর শাস্তিটা কমই হয়েছে।




রিয়াল মাদ্রিদ-আলাভেস ম্যাচে নাটক জমে উঠেছিল শেষ দশ মিনিট এবং যোগ করা অতিরিক্ত সময়ে। এর আগে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মধ্যেই তিন গোল দিয়ে ম্যাচটা নিজেরই করে ফেলেছিল লস ব্লাঙ্কোসরা। এদিন একাদশে নেমে দলকে নেতৃত্ব দেওয়া লুকাস ভাসকেজ গোল পেয়েছেন ম্যাচের প্রথম মিনিটেই, জুড বেলিংহামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ওপেন প্লে থেকে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপেও। মাদ্রিদের জার্সিতে ৯ ম্যাচ খেলে এরইমধ্যে ৭ গোল তাঁর। আর দ্বিতীয়ার্ধে গোল পেয়েছেন রদ্রিগো। ম্যাচটা ৩-০ তেই শেষ হতে পারত, কিন্তু দ্বিতীয়ার্ধের ৮৫ আর ৮৬ মিনিটে আলাভেসের কার্লোস প্রতেসনি আর কিকে গার্সিয়া গোল করে বসলে আচমকাই পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় লস মেরেঙ্গেসরা। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ায় সান্তিয়াগো বার্নাব্যুতে তিন পয়েন্ট নিশ্চিত হয় কার্লো আনচেলত্তির দলের




দল হেরে গেছে, সেটা নিয়ে যতটা না আক্ষেপ–তার চাইতে আলাভেস কোচ লুইস গার্সিয়া প্লাজার বেশি ক্ষোভ এনদ্রিকের ওই ফাউল নিয়েই। ৭০ মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ৮৩ মিনিটে আলাভেজ ডিফেন্ডার সান্তিয়াগো মৌরিনিওকে আচমকাই হাঁটু দিয়ে আঘাত করে বসেন ১৮ বছর বয়সী এনদ্রিক। আঘাতের তীব্রতায় ব্যথায় কাতরাতে দেখা যায় উরুগুয়ের এই ডিফেন্ডারকে।



স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো মুনিজ রুইজের কাছ থেকে একটা হলুদ কার্ড দেখেই পার পেয়ে যান এনদ্রিক, এবং এটা নিয়েই আলাভেজ কোচের যত ক্ষোভ। ম্যাচ শেষে এসে এই কোচ জানান।

Post a Comment

0 Comments