নিষেধাজ্ঞার পর দুঃখ প্রকাশ করলেন এমিলিয়ানো

 

Argentinian goalkeeper

দিন দুয়েক আগেই ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। কোপা আমেরিকার শিরোপা হাতে এমিলিয়ানো মার্তিনেজের উদযাপন আর কলম্বিয়া ম্যাচ শেষে ক্যামেরার সরঞ্জামে ধাক্কা মেরে শাস্তি পান আর্জেন্টিনা গোলরক্ষক। এমন আচরণ যে ঠিক হয়নি, তা বুঝতে পেরেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। সে জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।




মার্তিনেজ ফেয়ার প্লে নীতি ভেঙেছেন চিলির সাথে কোপা আমেরিকার ফাইনালে। সেদিন কোপা আমেরিকার শিরোপা উরুতে নিয়ে নিজের পুরনো উদযাপনো মাতেন অ্যাস্টন ভিলা গোলকিপার। যা তিনি কাতারে বিশ্বকাপ জেতার পরও করেছিলেন। সেটা অনেকটা তার ‘ট্রেডমার্ক’ উদযাপনেও রূপ নিয়েছে। যা নিয়ে আছে বিতর্ক। 




যদিও কাউকে অসম্মান করতে এই উদযাপন করেন না বলেও জানিয়েছেন মার্তিনেজ।


আমি ফিফার নিষেধাজ্ঞা মেনে নিয়েছি এবং আমি যদি কাউকে কষ্ট দেই তার জন্য ক্ষমা চাই। উদযাপনের মুহূর্তটি অনেক বাচ্চাদের হাসাতে এটি কাউকে অসম্মান করার জন্য করিনি কখনো।”

এমন কিছু ভবিষ্যতে যাতে না হয় সেদিকেও খেয়াল রাখার কথাও জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। 


“কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, বা আমি বুঝতে পারিনি যে মানুষ এটিকে আপত্তিকর অঙ্গভঙ্গি হিসেবে নেবে। তবে আমি আর কাউকে বিরক্ত না করার চেষ্টা করব এবং আর্জেন্টিনা এবং অ্যাস্টন ভিলার সাথে শিরোপা জয়ের দিকে মনোনিবেশ করব।”


মার্তিনেজের নিষেধাজ্ঞা বহাল থাকবে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে। লম্বা সময় পরই আর্জেন্টিনা মাঠে নামবে মার্তিনেজকে ছাড়া।

নিষেধাজ্ঞার পর দুঃখ প্রকাশ করলেন এমিলিয়ানো

Post a Comment

0 Comments