ফিফা র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল
ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জুন মাসে প্রকাশিত আগের তালিকায় তাদের অবস্থান ছিল ১২৮ নম্বরে।
এবারের র্যাংকিং হালনাগাদে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা গেছে বাংলাদেশেরই। এত বড় লাফ কোনো দেশ দিতে পারেনি।
গত জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় পিটার বাটলারের শিষ্যরা। এই দুই শক্তিশালী দলের বিপক্ষে জয়ের ফলেই র্যাঙ্কিংয়ে এমন দারুণ উন্নতি সম্ভব হয়েছে।
অন্যদিকে, এক ধাপ এগিয়ে নারী ফুটবলের ফিফা র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে ইউরো রানার্সআপ স্পেন। যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্ব
রে।
Post a Comment