স্প্যানিশ লিগের বর্ষসেরা রাফিনিয়া
বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া নির্বাচিত হয়েছেন স্প্যানিশ লা লিগা ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা ফুটবলার। আর সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার পেয়েছেন তার ক্লাব সতীর্থ, উদীয়মান তারকা লামিনে ইয়ামাল।
শুক্রবার (৬ জুন) লা লিগা কর্তৃপক্ষ মৌসুমসেরা বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করে।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া খেলেছেন ৫৭টি ম্যাচ, গোল করেছেন ৩৪টি এবং করিয়েছেন আরও ২৫টি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে মৌসুম সেরার স্বীকৃতি।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। শুরুতে ফর্মে না থাকলেও ২০২৪-২৫ মৌসুমে কোচ হান্সি ফ্লিকের অধীনে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন তিনি। বার্সেলোনাও সম্প্রতি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত নিয়ে গেছে।
রাফিনিয়ার পাশাপাশি ক্লাবের ডাবল ট্রফি জয়ে বড় অবদান রেখেছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই এই স্প্যানিশ ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট। নেশন্স লিগের সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি। তার এই নৈপুণ্যের ফলস্বরূপ তিনি জিতেছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার।
Post a Comment