হামজা-শমিত জুটিতে ফুটবলে নব জোয়ার, প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম Bangladesh
হামজা-শমিতের হাত ধরে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল, অপেক্ষার অবসান ১০ জুন
দীর্ঘ সংস্কারের পর অবশেষে প্রাণ ফিরে পাচ্ছে দেশের ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের মধ্য দিয়ে আবারও ফুটবল ফিরছে এই মাঠে।
এ ম্যাচে অভিষেক হতে পারে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমের। ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজা চৌধুরীও লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে পারেন এই দিন। এই দুই তারকার আগমনে নতুন এক সম্ভাবনার স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল।
দর্শকদের মাঝে তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা। দীর্ঘদিন মাঠের খেলা উপভোগ থেকে বঞ্চিত থাকা সমর্থকরা প্রস্তুত হয়ে আছেন প্রিয় স্টেডিয়ামে ফিরে আসার জন্য। সেই মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে মুখিয়ে আছেন সবাই।
এদিকে, চলতি মাসের ২২ তারিখের মধ্যে স্টেডিয়াম হস্তান্তরের নির্দেশনা থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরেশোরে। বসানো হয়েছে আধুনিক এলইডি লাইট, যা পর্যাপ্ত আলো নিয়ে সব শঙ্কা দূর করেছে। মশাল গেটের পাশে ভুল স্থানে বসানো ৪০৮টি চেয়ার সরিয়ে সঠিক জায়গায় পুনর্বিন্যাস করা হচ্ছে।
ঘাস নিয়ে থাকলেও কিছু প্রশ্ন, তবে সৌন্দর্য বর্ধনে ইউরোপীয় মান অনুসরণ করে দড়ি দিয়ে ছক কেটে মাঠে আকর্ষণীয় ডিজাইন তৈরির কাজ চলছে।
ম্যারাথন সংস্কার শেষে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে যেমন প্রস্তুত হচ্ছে মাঠ, তেমনি প্রস্তুত হয়ে উঠছেন দর্শকরাও—হামজা-শমিতদের নতুন অধ্যায়ের সাক্ষী হতে।
Post a Comment