Header Ads

উপভোগ্য ফুটবলের মন্ত্রেই রাজত্ব করতে চান স্কালোনি

 

লম্বা সময় সামলাচ্ছেন আর্জেন্টিনার দায়িত্ব। লিওনেল স্কালোনির হাত ধরে বদলে যাওয়া দলটি দুহাত ভরে কেবল সাফল্যই পাচ্ছে না, উপহার দিচ্ছে দৃষ্টিনন্দন ফুটবলও। সেই ধারায় ব্রাজিলকে উড়িয়ে দিয়ে সবার আগে লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ স্কালোনির আশা, নিজেদের খেলা উপভোগ করে এভাবেই এগিয়ে যাবে তার দল।


২০২১ সালে কোপা আমেরিকা জয় দিয়ে শুরু হয় স্কালোনির কোচিংয়ের আর্জেন্টিনার সোনালি যুগের। কাতার বিশ্বকাপ জয়ে সেটা পায় পূর্ণতা। তবে সেখানেই না থেমে থেকে মেসি-আলভারেজরা এগিয়ে গেছেন সমানতালে। জিতেছেন আরেকটি কোপা আমেরিকাও। বাছাইয়ে ব্রাজিলকে বুধবারের ম্যাচে লিওনেল মেসি সহ কয়েকজন তারকা ছাড়াই যেভাবে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, তা বলে দেয় দলটার ভিত কত মজবুত এখন। 


দুর্দান্ত এক জয়ের পর স্কালোনি শোনালেন তৃপ্তির কথা। “আমি চাই ছেলেরা এই মুহূর্তটি উপভোগ করুক। আমরা জানি না এই সময়টা কতোটা স্থায়ী হবে, তবে একটা পর্যায়ে গিয়ে এটা একটা মোড় তো নেবেই। আশা করি এই ধারাটা দীর্ঘ সময় স্থায়ী হবে। সেই পর্যন্ত আমাদের উচিত এই ছেলেদের খেলা উপভোগ করা। আমরা চেষ্টা চালিয়ে যাব।”


হাইভোল্টেজ ম্যাচের চতুর্থ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮ মিনিট পর লিড বাড়ান এনজো ফার্নান্দেস। বিরতির আগে ব্রাজিল ব্যবধান কমালেও ৩৭তম মিনিটে স্কোরলাইন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর দ্বিতীয়ার্ধে ৪-১ গোলের জয় নিশ্চিত করেন গুইলিয়ানো সিমিওনে। বাছাইয়ে ব্রাজিলের এটিই এখন সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড।


স্কালোনি মনে করেন, সব পরিস্থিতিতেই মানিতে পারে দল, আর এটাই গড়ে দিচ্ছে ব্যবধান। “এটা একটা দলগত জয়, কারণ আমরা একটা দল হিসেবে খেলেছি। আর সেই কারণেই আমরা ব্রাজিলকে বিপদের কারণ হতে দেইনি। এই ধরণের খেলোয়াড়দের বিপক্ষের জয়ের এটাই একমাত্র উপায়। আমার মনে হয় আমরা একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, একেকটি দলকে কীভাবে মোকাবেলা করতে হয়, সেটা জানা। এমন কিছু খেলা থাকবে, যেখানে আমাদের সংগ্রাম করতে হবে এবং কিছু ম্যাচ থাকবে, যেখানে আমরা সহজেই ফলাফল পাবো। আমাদের এটা দেখাতে হবে যে, আমরা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খেলতে সক্ষম।”

দক্ষিণ আমেরিকার বাছাইয়ের পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান আর্জেন্টিনার।


No comments

Powered by Blogger.