Header Ads

জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল

 

জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের

রাণীনগরের পঞ্চগ্রামে ‘ঐক্য গড়ি ঐক্য চলি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম বারের মতো অত্যন্ত জাকজমকপূর্ণভাবে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর পর্দা নেমেছে। 



বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন অত্র এলাকার কৃতি সন্তান সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডক্টরস্ এগ্রো-ভেট লি. ব্যবস্থাপনা পরিচালক ডা. রফিউল করিম রাফি।



অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রফিউল করিম রাফি বলেন, ঐতিহ্যবাহী জাগ্রত জনতা সংসদ ক্লাব খুব অল্প সময়ে সুন্দর একটি সফল টুর্ণামেন্ট আয়োজন করেছে, তরুণদের সম্পৃক্ত ও ঐক্য গড়তে খেলাধুলার বিকল্প নাই। এই পঞ্চগ্রামকে সামনে শিক্ষা, সংস্কৃতির দিক থেকে এগিয়ে নিতে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে। রাণীনগর উপজেলার মধ্যে এই পঞ্চগ্রামকে একটা ব্র্যান্ডিং হিসেবে দাঁড় করাতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্য থাকলে আমরা বিশ্ব মঞ্চে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি সব ক্ষেত্রেই স্বাক্ষর করাতে পারবো ইনশাআল্লাহ। ২০২৫ সালে বড় পরিসরে এই আয়োজন করতে আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তাছাড়া এই পঞ্চগ্রামে শিক্ষার দিক দিয়ে আমার পক্ষ থেকে বিশেষ বৃত্তির ব্যবস্থা থাকবে। সবশেষে আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, দূরদূরান্ত থেকে আগত মেহমানদের সামনে এতো বড় একটি আয়োজন চমৎকার ধৈর্যের সাথে সম্পন্ন করেছে, ভবিষ্যতে এই চেষ্টা অব্যাহত থাকবে। 



বিশেষ অতিথি, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম বলেন, আমি এই টুর্ণামেন্টের প্রথম থেকেই ছিলাম। আজ খুব সুন্দরভাবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আমি সবসময় খেলাধুলাকে ভালোবাসি, কারণ এই খেলাধুলার মাধ্যমে ভাতৃত্ব বোধ বারে এবং তরুণদের মাদকাসক্ত থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নাই। আইনশৃংখলার দিক থেকে আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে। সবশেষে আয়োজকদের সাধুবাদ জানাই।



বিশেষ অতিথি রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন বলেন, জাগ্রত জনতা সংসদ এই পঞ্চগ্রামে এতো সুন্দর একটি আয়োজন করেছে যা অত্যন্ত প্রশংসনীয়। 


আমি অত্যন্ত আনন্দিত যে, এই সংগঠনটি প্রতিবছরেই অত্যন্ত সফলতার সাথে এই টুর্ণামেন্টগুলো পার করে আসছে, যা অত্যন্ত সাহসিকতার ব্যপার। এই পঞ্চগ্রামের সকল উন্নয়ন মূলক কাজে আমি পাশে থাকার অঙ্গীকার করছি। 


ATRAI SPORTS


উক্ত টুর্ণামেন্টে ৬টি জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আজকের ফাইনাল ম্যাচে রাইজিং স্টার ফুটবল একাডেমি দড়িয়াপুর, দুবলহাটি ফুটবল একাডেমি কে ১-০ গোলে পরাজিত করেছে।




এ সময় উক্ত টুর্ণামেন্টের সভাপতিত্ব করেন সপুরা আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার। 




উক্ত টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) সংস্থার প্রকিউরমেন্ট, লজিস্টিক ডিপার্টমেন্টের হেড জনাব এহ্সানুল করিম চৌধুরী, বাপেক্স পেট্রোবাংলার সাবেক ডিজিএম জনাব আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বনানী ডন গ্রামার স্কুলের শিক্ষক মোছাঃ সারজিনা আলী চৌধুরী, অস্ট্রেলিয়ান এএনজেড ব্যাংকের লেন্ডিং স্পেশিয়ালিস্ট সাফরিনা আলী চৌধুরী, ৩নং গোনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার জনাব আলহাজ্ব মোঃ শাহাজাহান আলী স্বপন শাহ্ সহ স্থানীয় প্রতিনিধিবৃন্দ। 

No comments

Powered by Blogger.