বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হলো আত্রাই উপজেলার কৃতি সন্তান জাকারিয়া পিন্টুকে

 

আত্রাই উপজেলার কৃতি সন্তান জাকারিয়া পিন্টুকে
১ জানুয়ারি ১৯৪৩ সালে নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত ভূপাড়াঁ ইউনিয়নের ভূপাড়াঁ গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জাকারিয়া পিন্টু।

তিনি ব্যক্তি জীবনে জাকারিয়া পিন্টু নামেই পরিচিত ছিলেন। 


১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশিদের জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়। এই দলটি স্বাধীন বাংলা ফুটবল দল নামে পরিচিত ছিল।পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।বর্তমানে ফিলিস্তিন ফুটবল দল এ ধরনের তহবিল সংগ্রহ ও জনমত গঠন করছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক হন তিনি।


দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন,

সর্বশেষ তিনি মাতৃভূমি আত্রাই এসেছিলেন ২০২২ সালের নভেম্বর মাসে। 


তবে মাতৃভূমিতে আর ফিরা হলো না এই কীর্তিমান ফুটবলারের।


তার এই মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। 


ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 


এরপর ইন্দিরা রোডে দ্বিতীয়, মোহামেডানে তৃতীয়, বাফুফে ভবনে চতুর্থ জানাজা ও গার্ড ওনার দেয়া হয়। সর্বশেষ পঞ্চম দফায় প্রেস ক্লাবে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

দেশের ইতিহাসের এই কৃতিমান ফুটবলারের মৃত্যুতে শোক জানাতে গিয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল জানান-জাকারিয়া পিন্টু ফুটবলের ইতিহাসের অমর নাম হয়ে থাকবে।

এরপর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর মধ্যে দিয়ে শেষ হলো দেশের ইতিহাসের একজন সফল ও কৃতিমান ফুটবলারের জীবনী।

Post a Comment

0 Comments