দলে ফিরলেন অধিনায়ক এমবাপে
শেষ দুই আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স দলে ছিলেন না কিলিয়ান এমবাপে। প্রায় মাস ছয়েক পর আবারও ফরাসি অধিনায়ক ফিরেছেন স্কোয়াডে। এমবাপে ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তার ক্লাব সতীর্থ আরেলিয়েঁ চুয়ামেনি। নতুন মুখ পিএসজি স্ট্রাইকার দিজিরে দুয়ে।
এমবাপের ফ্রান্স দলে ফেরা নিয়ে ছিল নানা গুঞ্জন। ক্লাবের জার্সিতে নিয়মিত খেলে গেলেও শেষ দুই আন্তর্জাতিক বিরতিতে ছিলেন না ফ্রান্স দলে। গুঞ্জন উঠেছিল ক্লাবের জার্সিতে সাফল্য পেতে জাতীয় দলের জার্সিতে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলতে চান তিনি। তবে দিন কয়েক আগেই ফ্রান্স কোচ দিদিয়ে দেশঁ জানিয়েছিলেন তেমন কিছুই না, চলতি আন্তর্জাতিক বিরতিতেই ফ্রান্স দলে ফিরবেন এমবাপে।
যেই কথা সেই কাজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগের জন্যই এমবাপেকে রাখা হয়েছে স্কোয়াডে।
এমবাপে ছাড়া রিয়াল থেকে ডাক পড়েছে দুই মিডফিল্ডার চুয়ামেনি ও কামাভিঙ্গার। এছাড়া পিএসজিতে দুর্দান্ত ফর্মে থাকা ওসমান দেম্বেলেকেও দেখা যাবে আক্রমণভাগে এমবাপের সঙ্গে জুটি বাঁধতে। দারুণ ছন্দে থাকার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ স্ট্রাইকার দিজিরে দুয়ে।
২১ মার্চ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ গড়াবে ক্রোয়াশিয়ার মাঠে। ২৪ তারিখ দ্বিতীয় লিগ ফ্রান্স খেলবে নিজেদের ঘরের মাঠে।
Post a Comment