Header Ads

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই । তারুণ্যের উৎসব-২০২৫

ATRAI SPORTS


 তারুণ্যের উৎসব ২০২৫ এর সারাদেশ ব্যাপী চলমান ক্রীড়া উৎসবের অংশ হিসেবে নওগাঁ জেলাতেও উদ্বোধন হয়ে গেল আজ তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক- বালিকা ক্রীড়া প্রতিযোগিতা। নওগাঁ জেলার ১১টি উপজেলা ও নওগাঁ সদর পৌরসভার-উপজেলা ভিত্তিক তারুণ্যের উৎসব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমগুলোর অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।


টুর্নামেন্টে যথাক্রমে বালক ও বালিকাদের ফুটবল,ক্রিকেট, কাবাডি,ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চলবে।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক-জনাব আব্দুল আওয়াল সাহেব।



উদ্বোধন শেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি জানান-নওগাঁ জেলার প্রতিটি ইভেন্টের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত প্রকার চেষ্টা ও সহযোগিতা দরকার তা আমি করবো ও পাশে থাকবো ইনশাহআল্লাহ।



এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার ও নওগাঁ জেলার কৃতি সন্তান এনামুল হক জানান-সমগ্র নওগাঁ জেলার ক্রীড়া প্রতিভা গুলোকে বের করে নিয়ে আসার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা।



উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পৌরসভা প্রশাসক,নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার- আজাদ, গোলাম রাব্বানী সাজ্জু সহ আরো অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

No comments

Powered by Blogger.