Header Ads

মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল

 

ATRAI SPORTS

আজ ৯ই অক্টোবর রোজ বুধবার বিকাল ৪ঘটিকায় মাঠে গড়ায় মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ।

ATRAI SPORTS

এই ম্যাচে মুখোমুখি হয় হাজী সাহেবের টিম পীরগঞ্জ রংপুর বনাম সৈয়দপুর নীলফামারী


আত্রাই এর ফুটবল খেলার রেফারি


ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন আব্দুর রশিদ,তোজাম্মেল হক ডাবলু ও আব্দুল হামিদ।


রংপুরের ক্যাপ্টেন হিসাবে মাঠে ছিলেন পলাশ ও সৈয়দপুরের ক্যাপ্টেন হিসাবে দেখা যায় শরিফুলকে।


ম্যাচের ১৮ মিনিটে রংপুরের জালে প্রথমবারের মতো বল পাঠায় মিলন

এর পর যেনো আরো ভয়ংকর রুপ ধারণ করে সৈয়দপুরের প্রতিটা খেলোয়াড়।একের পর এক আক্রমণে বিধ্বস্ত রংপুরের জালে পরপর তিনবার বল পাঠিয়ে হ্যাটট্রিক করেন সৈয়দপুরের স্ট্রাইকার ইয়াসিন।এর পর রংপুর আরো দুইটি গোল হজম করলে শেষ পর্যন্ত স্কোর লাইন দাঁড়ায় ৬-০।


হ্যাটট্রিক করে খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন ইয়াসিন।

No comments

Powered by Blogger.