নাইজেরিয়াকে পাঁচ গোলের বড় ব্যবধানে পরাজিত করল বাংলাদেশ

 

25 তারিখ শুক্রবার,বড় ব্যবধানে হারের এক লজ্জায় পড়ল নাইজেরিয়া ফুটবল একাদশ।


 খেলাটি অনুষ্ঠিত হয় নওগাঁ জেলার আত্রাই উপজেলার মোল্লা আজাদ ডিগ্রী কলেজ মাঠে। 

খেলাটিতে অংশগ্রহণ করেন প্রতীকী নাইজেরিয়া দল ও প্রতীকী বাংলাদেশ দল। 


নাইজেরিয়া দলের হয়ে 9 জন নাইজেরিয়ান কে দেখা যায়, এছাড়াও বাংলাদেশ দলের হয়ে মানিক মোল্লা, মাতিহাস বাবলু, আশিক, বাদল, জাতীয় দলের সাবেক গোলকিপার নেহাল ছাড়াও নয়জন তারকা ফুটবলার কে দেখা যায়।


এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনা করেন-প্রধান রেফারী হিসেবে আব্দুর রশিদ ও তার সহকারী হিসেবে ছিলেন তোজাম্মেল হক ডাবলু এবং আব্দুল হামিদ। 


হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বিকাল ৪:০০ টায় শুরু হয় এই বাংলাদেশ নাইজেরিয়া ম্যাচের মাঠের লড়াই। 


এটি একটি প্রীতি ম্যাচ হলেও প্রায় ১৫ থেকে ১৬ হাজার দর্শক খেলাটি উপভোগ করতে আসেন।

খেলার শুরুতেই বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার মানিক মোল্লার গোলে এগিয়ে যাই বাংলাদেশ। এরপর স্বাধীনের গোলে ব্যবধান বেঁড়ে দাঁড়ায় ২-০।এরপর শুরু হয় বাদলের ম্যাজিক, পরপর বাদল দুই গোল করলে খেলার ব্যবধান দাঁড়ায় ৪-১।খেলার শেষ মুহূর্তে এসে আরো একটি গোলের দেখা পাই স্বাধীন, এছাড়াও শেষবাসী বাজার এক মিনিট আগে একটি গোল শোধ করেন নাইজেরিয়া। 

শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে নাইজেরিয়া একাদশ। 

খেলায় অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচ সেরা নির্বাচিত হয় বাদল। 

মাঠে উপস্থিত হাজার হাজার উচ্ছসিত দর্শকরা চায় আত্রাই এর মাঠে এইরকম আরো ফুটবলের আয়োজন।

Post a Comment

0 Comments