জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পর্দা উঠলো

 

জাজস গোল্ডকাপ  ফুটবল টুর্ণামেন্টের পর্দা উঠলো
 

পঞ্চগ্রামে শুরু হলো জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। 

রাণীনগরের পঞ্চগ্রামে ৭ম বারের মতো শুরু হয়েছে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৪।

আত্রাই স্পোর্টস

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ৩টায় বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অত্র এলাকার কৃতি সন্তান সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডক্টরস্ এগ্রো-ভেট লি. ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফিউল করিম রাফি।

গ্রাম বাংলার ফুটবল মাঠ


উদ্বোধনীর প্রধান অতিথি ডা. রাফিউল করিম রাফি বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন-প্রথমত ধন্যবাদ জানায় খেলার আয়োজক কমিটিকে যাদের অক্লান্ত পরিশ্রমে ৭ম আসরে সুন্দর একটি উদ্বোধনী ম্যাচ এলাকাবাসী উপভোগ করেছে। পঞ্চগ্রামে শিক্ষা ও সামাজিক উন্নয়নে জাগ্রত জনতা সংসদের একঝাঁক তরুণদের উদ্যোগকে সর্বদা সাধুবাদ জানাই। সামনের বছরে এলাকাবাসী যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এই মাঠ বৃদ্ধি সহ টুর্ণামেন্টকে আরও বড় পরিসরে নিয়ে যেতে আমার পক্ষে থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। পঞ্চগ্রামে খেলাধুলা ছাড়াও সকল মহৎ কাজে স্থানীয় প্রতিনিধিরা সবসময় সর্বোচ্চ সহযোগিতা করে থাকে তাই আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম। 


উক্ত টুর্ণামেন্টে ৬টি জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। 

আজকের উদ্বোধনী ম্যাচ খেলার নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকলে টাইব্রেকারের মাধ্যমে সিম্বা ফুটবল একাদশ ৫-৪ ব্যবধানে উজান বাগমারা নাঈম ফুটবল একাডেমিকে পরাজিত করে।


 এ সময় উক্ত টুর্ণামেন্টের সভাপতিত্বকরেন সফুরা আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার ও সহসভাপতিত্ব করেন গোনা ইউপি সদস্য মোঃ শাহাজাহান আলী শাহ।

Post a Comment

0 Comments