Header Ads

কে জিতলো বাইক! শেষ হলো বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ আমজাদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্গত ভোঁপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে, ভোঁপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম শাহ আমজাদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় শুরু হওয়া এই ফাইনালে মুখোমুখি হয় তেঘর ফুটবল একাদশ বনাম লৌহাচূড়া ফুটবল একাদশ।
ফাইনালের দুই দলেই ছিলো একাধিক তারকার মেলা। তেঘরের পক্ষে শান্ত, সাব্বির, বাদলের বিপরীতে লৌহাচূড়ার জার্সিতে দেখা যায় ডুডু সহ একাধিক বিদেশি প্লেয়ার। শুরু থেকেই দুই দল আক্রমণাত্বক ফুটবল খেল্লেও প্রথমার্দ্ধ শেষ হয় গোল শূন্যতে। দ্বিতীয়ার্দ্ধে তেঘর শুরু থেকে আক্রমণ করতে থাকলেও সেই কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়না। রেফারী স্বপন আহমেদ শেষ বাসী বাজালে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারেও সমান তালে লড়তে থাকলেও শেষ পর্যন্ত ৪-৫ গোল ব্যবধানে জয়লাভ করে লৌহাচূড়া ফুটবল একাদশ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নৌ প্রকৌশলী ডঃ সাজিদ হোসেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস এম রেজাউল ইসলাম, নাজিমুদ্দিন মন্ডল,মুন্জুরুল আলম,জাহিদ হোসেন সহ আরো অনেকে।

No comments

Powered by Blogger.