বুধবার (২ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন মোল্লা সোহরাবুল আহসান। সাবেক প্রিন্সিপাল শাহ মখদুম কলেজ রাজশাহী ও মোল্লা আজাদের সুযোগ্য পুত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রেজাউল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুবুল হক দুলু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা আজাদ ডিগ্রী কলেজ,আব্দুল জলিল চকলেট, মোফাজ্জল হোসেন সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জয়পুরহাট ফুটবল একাডেমি ও বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়। খেলার 30 মিনিটের মাথায় রাঙ্গার করা গোলে খেলায় এগিয়ে যায় জয়পুরহাট ফুটবল একাডেমি।
এরপর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকলেও আর কোন গোলের দেখা পাইনা কোন দল।
রেফারি আব্দুর রশিদ খেলার শেষ ফাঁসি বাজালে রাঙ্গার করা ওই একমাত্র গোলেই লাভ করে জয়পুরহাট।
মোট আটটি দল নিয়ে এই আন্ত জেলা ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়েছে। টুর্নামেন্টটি নকআউট ভিত্তিতে চলবে।
টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে থাকছে চ্যাম্পিয়ন দল পাবে 1 লক্ষ টাকা ও রানার্সআপ দল 60 হাজার টাকা। এছাড়াও থাকছে প্রতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার ও সেরা গোলদাতার পুরস্কার।
0 Comments